YouTube Live Course – Complete Guide to Video Editing & Earning
Description
ইউটিউব চ্যানেল এ ভিডিও আপলোড এর মাধ্যমে কোন ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য অথবা সেবার প্রচারণা করার নামই হলো ইউটিউব মার্কেটিং এজন্য ইউটিউব মার্কেটিং কে ভিডিও মার্কেটিং ও বলা হয়। এটি দুই ধরণের হতে পারে। নিজে পণ্য বা সেবা সম্পর্কে ভিডিও তৈরি করে আপলোড দিয়ে প্রচার করা অথবা অন্য কারো দ্বারা টাকার বিনিময়ে চাহিদা মাফিক প্রচারণা করানো।বর্তমানে ওয়েবসাইটের চেয়ে ইউটিউবে ট্রাফিক পাওয়া অত্যান্ত সহজ যার কারণে অল্প সময়ের মধ্যে ইউটিউব থেকে প্রচুর পরিমাণ ট্রাফিক জেনারেট করা যায় এবং খুব সহজে ইউটিউব মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করা যায়। দিন দিন ইউটিউব মার্কেটিং এর জনপ্রিয়তা বেড়েই চলছে যার কারণে অনেকে এখন ইউটিউব মার্কেটিং কে পেশা হিসেবে বেঁছে নিতেছে। আপনি যদি অনলাইন থেকে খুব সহজে ইনকাম করতে চান এবং ফ্রিলান্সিং এ ক্যারিয়ার গড়তে চান তাহলে ইউটিউব মার্কেটিং হতে পারে আপনার জন্য সুবর্ণ সুযোগ।
বর্তমানে অনলাইন আয়ের অন্যতম একটি মাধ্যমে রূপান্তর হয়েছে ইউটিউব। এর মাধ্যমে বাংলাদেশ থেকে হাজার হাজার তরুণ পড়াশুনার পাশাপাশি পার্টটাইম হিসেবে প্রতি মাসে হাজার থেকে লাখ টাকা আর্ন করছেন। এই কোর্সে আপনাকে একটি ইউটিউব চ্যানেলে, চ্যানেল খোলা থেকে শুরু করে মনিটাইজ, ভিডিও এডিটিং, কিভাবে আর্ন করবেন এবং উত্তোলন করবেন সবকিছু বিস্তারিত দেখানো হবে।
Who can Learn:
যারা ভিডিও এডিটর হিসেবে ক্যারিয়ার গড়তে চান
যাদের ছবি তোলার কিংবা ভিডিও করার শখ।
যাদের শর্টফিল্ম বানাতে আগ্রহ।
প্রাঙ্ক ভিডিওর ভালো আইডিয়া আছে এবং প্রাঙ্ক ভিডিও বানাতে চান।
যারা পড়াশুনার পাশাপাশি পার্টটাইম কিছু করে পড়াশুনা চালিয়ে নিতে চান।
What Will I Learn?
ভিডিও এডিটিং শিখতে
ইউটিউব চ্যানেল তৈরী
ইউটিউব মার্কেটিং ভালোভাবে শিখতে
ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন
কোর্স শুরুর পূর্বে যা প্রয়োজন
YouTube Marketing কোর্সটি শুরু করার পূর্বে অন্য কোন বিষয়ের উপর ধারনা থাকার প্রয়োজন নেই , তবে অবশ্যই কম্পিউটার এবং ইন্টারনেট পরিচালনায় কিছুটা দক্ষ হতে হবে।
ইন্টারনেট কানেকশসহ একটি কম্পিউটার / Smart Mobile Phone
একটি হেডফোন (ল্যাপটপ হলে হেডফোন আবশ্যক নয়।
বিশেষ সুবিধা সমুহ
লাইভ ক্লাস মিস করলে পরের দিন কোর্সের ভেতর উক্ত ক্লাসের ভিডিও রেকর্ডিং ও আলোচিত ফাইল সমুহ পাবেন।
কোর্স শেষে আয়ের ক্ষেত্রসমুহ:
ভিডিও এডিটর হিসেবে চাকুরী।
যেকোন কম্পানির সোস্যাল মিডিয়া মার্কেটার/ইউটিউবার চাকুরী।
আপওয়ার্ক ও ফাইবারে ইউটিউব ভিডিও এডিটিং বা প্রচারণা সেটিং ইত্যাদি সর্ম্পকিত কাজ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন